নিউজ ডেস্ক :- বাঙালি আর অবাঙালি ভোট ভাগ করারর কৌশল নিয়ে ভবানীপুর উপনির্বাচনে তৃণশূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়অলকে। কিন্তু সেই কৌশল ব্যর্থ হতে চলেছে। ২০১৬ সালে মমতা ভবানীপর বিধানসভা কেন্দ্র থেকে ২৫ হাজার ৩৪১ ভোটে জিতেছিলেন। এবার সেই জয়ের মার্জিন টপকে যাচ্ছেন মমতা বন্দ্যেপাধ্যায়। প্রথম রাউন্ড থেকেই মমতা এগিয়ে থাকার সঙ্গে সঙ্গে অষ্টম রাউন্ড শেষে মমতার জয়ের মার্জিন ৩৩৯৮২ভোটের । ফলে, একপ্রকার নিশ্চিত হওয়ার পথে মমতার মার্জিন এবার আরও বাড়তে পারে।
যদিও ফিরহাদ হাকিম বলেছিলেন মমতার মার্জিন ৫০ হাজার টপকে যাবে। এখন সোটই সত্যিই হবার পথে। যদিও গণনা শেষ না হলে চূড়ান্ত বলা যাবে না।