মাস খানেক অতিক্রান্ত হলেও খোঁজ নেই রামগোপাল পুরের ফটিক নস্করের
পরিমল কর্মকার (কলকাতা) : প্রায় মাসখানেক যাবৎ খোঁজ নেই ফটিক নস্করের (৩২+)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত রামগোপালপুর ত্রিপুরা নগরের বাসিন্দা। এব্যাপারে বারুইপুর থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ফটিকের।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফটিক পেশায় প্যারিসের মিস্ত্রি। বিভিন্ন বাড়িতে দেওয়ালে প্যারিসের কাজ করে সে। অন্যান্য দিনের মতো গত ১৭ সেপ্টেম্বর সকাল ৬ টা নাগাদ সে কাজে বেরিয়ে যায়। কিন্তু সেদিন রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইলে ফোন করলে জানা যায় ফোনের সুইচ অফ। এরপর বেশ কয়েকদিন ধরে তার আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ করে তার পরিবারের সদস্যরা। এমনকি ফটিক যেখানে যেখানে কাজ করতো, সেইসব জায়গাতেও খোঁজ চালায় তারা। কোনো জায়গাতেই তার সন্ধান না পেয়ে শেষপর্যন্ত গত ৬ অক্টোবর তার স্ত্রী নমিতা নস্কর বারুইপুর থানায় অভিযোগ জানায় (জিডিই নম্বর ৫৯৪)।
ফটিক নস্করের স্ত্রী নমিতা জানান, সেদিন কাজে যাওয়ার সময় ফটিক লাল রঙের গেঞ্জী ও নস্যি রঙের প্যান্ট পড়েছিল। তার কপালে ও গালে কাটা দাগ রয়েছে। তার স্ত্রী নমিতা আরও জানান, তার একটি ছোট মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ফটিক নিখোঁজ হওয়ায় তাদের এখন নানা চিন্তা ভাবনার মধ্যে দিন কাটছে। তাই তার আবেদন কেউ যদি তার স্বামীর সন্ধান পান তবে ৭৬০৫৮৯৮২২০ এই ফোন নম্বরে যোগাযোগ করলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলে জানান।