ত্রিপুরায় মুসলিম সংগঠনগুলির প্রতিনিধিদল।
ওয়েব ডেস্ক :- ত্রিপুরায় সাম্প্রদায়িক গোষ্ঠীর দ্বারা জ্বালিয়ে দেওয়া মসজিদ, ঘরবাড়ি ও দোকানপাট সরজমিনে খতিয়ে দেখতে রবিবার ত্রিপুরায় পৌঁছান মুসলিম সংগঠন গুলির প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল ছিলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম সাহেব, এমারতে শরীয়াহ নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী, মুসলিম মজলিসে মুসাওরাতের সর্বভারতীয় সভাপতি জনাব নাবাইদ হামিদ সাহেব, বিশিষ্ট মানবাধিকারকর্মী তথা জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক জনাব সফি মাদানী সাহেব, মার্কাজ জমিয়তে আহলে হাদিস হিন্দের ড: মোহাম্মদ সীস তাইমি সাহেব, জামাআতে ইসলামী হিন্দের সাউথ আসাম জোনের আমীর জনাব নুরুল ইসলাম মাঝারভূইয়া সহ প্রমুখ নেতৃতবৃন্দ।
মুসলিম নেতৃবৃন্দ আক্রান্ত এলাকা পরিদর্শন করে এলাকার মানুষ ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের সাথে কথা বলেন। সরকারি নিষ্ক্রিয়তার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।