আবার ও ভীন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের রাজমিস্ত্রির!
নিজস্ব সংবাদদাতা,মুশিদাবাদ -ঃ
ফের ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিক এর মুর্শিদাবাদের সুতির ইন্দ্রনগর কলোনির বাসিন্দা উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে সেখানে মৃত্যু হয়েছে। বাড়ি থেকে ১৭ দিন আগে ওড়িশার আংঙুলি জেলায়, রাজমিস্ত্রি কাছে গিয়েছিল, রাজ কুমার হালদার। কাজ থেকে ফিরে হঠাৎ অসুস্থ হয় তার পরে মুখ দিয়ে রক্ত পড়ে, তার পরে মৃত্যু হয় বলে পরিবারের লোকেদের জানানো হয়েছে।