কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে প্রকাশিত হলো জয়নূল আবেদীনের ”কাজী নজরুলের কারাজীবন”

Spread the love

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে (কলকাতা) প্রকাশিত হলো জয়নূল আবেদীনের  ‘কাজী নজরুলের কারাজীবন’

বিশেষ প্রতিবেদক,কলকাতা :- আজ ০২/১২/২০২১ তারিখ  কলকাতায়. পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির দ্বিতল হলে অনুষ্ঠিত হলো PEN WEST BENGAL এর ৮৮তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে সংগঠনের সংক্ষিপ্ত ইতিহাস এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করেন সচিব সুগত চৌধুরী এবং কার্যকরী সভাপতি কবি রঞ্জন গুপ্ত। উল্লেখ্য সংগঠনটির প্রতিষ্ঠাকালীন (১৯৩৪) সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।পরে অন্নদাশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নবনীতা দেবসেন প্রমুখ পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব পালন করেন। নবনীতা দেবসেনের মৃত্যুর পর কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন কবি রঞ্জন গুপ্ত। অনুষ্ঠানে কবিতা পাঠ ছাড়াও কয়েকটি গ্রন্থও প্রকাশিত হয়।
দীপিকা ভট্টাচার্য, শ্যামল মুখোপাধ্যায়, সুগত চৌধুরীসহ বেশ কয়েকজন কবি ও লেখকের গ্রন্থ প্রকাশিত হয়। কবি নজরুলের কারাজীবন নিয়ে বিশিষ্ট লেখক ও রঙধনু পত্রিকার সম্পাদক জয়নূল  আবেদীন এর এক অসাধারণ গবেষণাধর্মী বই ‘কাজী নজরুলের কারাজীবন’ শীর্ষক গবেষণা-গ্রন্থটিও এদিনের মঞ্চে প্রকাশিত হয়।প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি কবি রঞ্জন গুপ্ত। গ্রন্থটি প্রকাশ করেছে কলকাতার অণিমা প্রকাশনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.