তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার শপথ গ্রহনের বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠান কান্দিতে,

Spread the love

 

তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার শপথ গ্রহনের বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠান কান্দিতে,

 

অভিজিৎ মন্ডল,কান্দি,মুর্শিদাবাদ:-
“তৃণমূল কংগ্রেসের তৃতীয়বার শপথ গ্রহনের বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠান কান্দিতে, রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন পকমারা ডোব থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন এবং নেতৃত্বে ছিলেন কান্দি বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের নয়নের মণি সন্মানীয় Apurba Sarkar David মহাশয়, কান্দি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা INTTUC এর সভাপতি মাননীয় পার্থপ্রতিম সরকার(বাপি) মহাশয়, কান্দি পৌরসভার পৌরপিতা মাননীয় Jaydev Ghatak – TAUN মহাশয়, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কাকলী রাজবংশী মহাশয়া কান্দি ব্লকের সাংগঠনিক পরিচালক তথা বিশিস্ট সমাজসেবী মাননীয় আইনাল হোসেন মহাশয়, যুবনেতা সুপ্রিয় ঘোষ মহাশয়
ব্লক তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি উসমান গনি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এদিন এই শোভাযাত্রা গোটা কান্দি শহর কে পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.