কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহলন্দীতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি

Spread the love

কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহলন্দীতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি

রঙ্গিলা খাতুন, কান্দি

পথ চলতি মানুষ এবং এলাকার মানুষকে সচেতন করতে এবং “সেফ ড্রাইভ সেভ লাইফ” এর সমন্ধে তথা ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা এড়াতে কান্দি police প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার মহলন্দী বাজারসহ সংলগ্ন এলাকায় স্থানীয় গাড়িচালক, সমাজসেবী ও এনজিও র ক্ষুদে সদস্যেদের নিয়ে একটি পদযাত্রায় মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।
উল্লেখ্য কয়েক বছরে যেভাবে পথ-দুর্ঘটনা, বিশেষ করে বাইক দুর্ঘটনা বেড়ে গিয়েছিল, বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে। আর রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্পের পরই যে এই দুর্ঘটনার সংখ্যা কমেছে প্রশাসন সূত্রে জানা গেছে। ২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাড়িচালক ও পথচারীদের নিরাপত্তার কথা ভেবে এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’প্রকল্পটি চালু করেন। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে প্রচার অভিযান চালানাে হয়। মিটিং, মিছিল, শােভাযাত্রা, বিভিন্ন অনুষ্ঠানমঞ্চ থেকেও বাইক আরােহীদের হেলমেট পরা-সহ বিভিন্ন পথ-নিরাপত্তা বিধি নিয়ে আওয়াজ তােলা হয়। এমনকি রাস্তার মােড়ে মােড়ে বড় বড় ব্যানার, পােস্টার দেওয়া হয়।
কান্দি পুলিশ প্রশাসনের সেফ ড্রাইভ সেফ লাইফের এই কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.