দুয়ারে সরকারে ছাতু সহ গাছ বিতরণ।
নিজস্ব সংবাদদাতা, সুতি,মুর্শিদাবাদ :-দুয়ারে সরকারে ছাতু সহ গাছ বিতরণ।
মুরশিদাবাদ জেলার সুতি -1 ব্লকের অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতে আজ 23শে মে অর্থাৎ বুধবার দুয়ারে সরকার প্রকল্পে বিডিও সাহেবের একটি অন্য দৃশ্য দেখা গেল। জানা যায় বহুতালি গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিতে আসা মহিলাদের ছাতুর দুটো প্যাকেট অর্থাৎ এক কেজি ছাতু এবং একটি মেহেগিনি গাছবিতরণ করলেন বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়।
এই ছাতু এবং গাছ পেয়ে খুবই খুশি হয় মহিলারা। তারা বিডিও কে ধন্যবাদ ও জানিয়েছে।
ব্লকের অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতে আজ 23শে মে অর্থাৎ বুধবার দুয়ারে সরকার প্রকল্পে বিডিও সাহেবের একটি অন্য দৃশ্য দেখা গেল। জানা যায় বহুতালি গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিতে আসা মহিলাদের ছাতুর দুটো প্যাকেট অর্থাৎ এক কেজি ছাতু এবং একটি মেহেগিনি গাছবিতরণ করলেন বিডিও এইচ এম রিয়াজুল হক মহাশয়।
এই ছাতু এবং গাছ পেয়ে খুবই খুশি হয় মহিলারা। তারা বিডিও কে ধন্যবাদ ও জানিয়েছে।