শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ও স্কুল খোলার দাবিতে পথপরিক্রমা ও পথসভা এবিটিএ এর
তুষার কান্তি খাঁ, নবগ্রাম,২৫ শে মে—রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ দুর্নীতির আকন্ঠ এ নিমজ্জিত। দীর্ঘ৪৫ দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতি প্রমাণিত। এছাড়াও শিক্ষকদের রাজ্যে কোনো সম্মান নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি মাত্রা ছাড়া।
তাই রাজ্য সরকারের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে, এস এস সি নিয়োগ দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে, শূন্যপদ পূরণের জন্য, পঠন পাঠনের মানোন্নয়নের দাবি সহ মোট ৮ দফা দাবিতে নবগ্রাম এ পথপরিক্রমা ও পথসভা করল এ বি টি এ। পথপরিক্রমার শুরু হয় নবগ্রামের নারকেল বাগান মোড় থেকে। সেখানে একটি পথসভা ও হয়। পলসনডা মোড়, পাঁচগ্রাম মোড় পরিক্রমা করে শেষ হয় নবগ্রাম ব্লক মোড়ে। পথসভা গুলিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনন্দ মার্জিত, সম্পাদক তপন দে, শিক্ষক নেতা অমল মুখার্জি, মুকসুদুল হোসেন, ঝুলন রায় চৌধুরী, পার্থ চ্যাটার্জি প্রমূখ। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ রাজ্য সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন ও এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় দোষীদের শাস্তি দাবি করেন।