চাকদহ নাট্যজন-এর “বিল্বমঙ্গল কাব্য” মধুসূদন মঞ্চে মঞ্চস্থ
পরিমল কর্মকার (কলকাতা) : ৭ জুন ঢাকুরিয়ায় মধুসূদন মঞ্চে “বিল্বমঙ্গল কাব্য” নাটকটি মঞ্চস্থ হলো। পৌরাণিক এক প্রেম কাহিনীকে নিয়ে রচিত হয়েছিল গিরীশ চন্দ্র ঘোষ অনুপ্রাণিত এই নাটকটি। প্রযোজনা চাকদহ নাট্যজন-এর।
এই নাটকের মঞ্চসজ্জা নীল কৌশিকের, আবহে শুভাশীষ গুহ, আলোক সম্পাতে মনোজ প্রসাদ, শব্দ প্রক্ষেপনে অভীক চক্রবর্তী, রূপসজ্জায় মহম্মদ আলি ও জিকো কাবাসি, কোরিওগ্রাফিতে সোমনাথ দত্ত, পোশাক সুপর্ণা হালদার, নামাঙ্কনে বিশ্বজিৎ বিশ্বাস, সামগ্রিক পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন সুমন পাল। এঁরা প্রত্যেকেই দক্ষতার সঙ্গে তাঁদের দায়িত্ব সামলেছেন।
অভিনয়ে ছিলেন — চিত্র ও মঞ্চখ্যাত দেবশঙ্কর হালদার, সঞ্জিতা, অচিন্ত্য দত্ত, দীপক নায়েক, শৈলী দত্ত, অদিতি লাহিড়ি, অভীক ধর, অয়ন চ্যাটার্জী, অঙ্কন ভট্টাচার্য, দীপায়ন পাল, সুমন পাল, বিক্রমজিত বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস, প্রিয়াংসু দাস, পরমেশ রায়, বুবাই মাইতি, সৌমেন ভট্টাচার্য প্রমুখ শিল্পীবৃন্দ। এক কথায় বলা যায় — এঁদের প্রত্যেকের প্রাণবন্ত অভিনয় সকল দর্শক মনকে জয় করেছে। নাটকে প্রতিটি চরিত্র ছিল মানানসই। সর্বোপরি নাটকটি ছিল প্রশংসনীয়।