হজরত মুহাম্মদ(স.)-এর অবমাননার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ধার্মিক জনমোর্চার

Spread the love

হজরত মুহাম্মদ(স.)-এর অবমাননার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ধার্মিক জনমোর্চার

কোলকাতা :- বিশ্ব নবী হজরত মুহাম্মদ(স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানাতে সংবাদিক সম্মেলন আয়োজন করলো ধার্মিক জনমোর্চা। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের কুটুক্তির তীব্র নিন্দা জানায় বিভিন্ন ধর্মগুরুরা। উল্লেখ্য যে, বিজেপির মুখপাত্র নুপুর শর্মা বেসরকারি টিভি চ্যানেলে হজরত মুহাম্মদ(স.) সম্পর্কে অবমাননাকর কথা বলে। অন্যদিকে, বিজেপির দিল্লি প্রদেশের মিডিয়া প্রধান নবীন জিন্দাল হজরত মুহাম্মদ(স.) সম্পর্কে কুরুচিপূর্ণ টুইট করেন। ধার্মিক জনমোর্চার প্রতিনিধিরা এইদিন বলেন যে, আমাদের দেশে বছরের পর বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান। সবাই একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে। কিন্তু বিজেপির সাম্প্রদায়িক ও ঘৃণ্য রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করছে। সাংবাদিক সম্মেলনের আহ্বায়ক সাদাব মাসুম বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। হজরত মুহাম্মদ(স.) কে সমস্ত ধর্মের মানুষই শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু গত কয়েকদিন ধরে নবী(স.) সম্পর্কে মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিজেপি। সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা নুপুর শর্মা ও নবীন জিন্দালের বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিরোধিতা করে বলেন যে, বিজেপি বিশ্বের দরবারে দেশকে কলঙ্কিত করেছে। অবিলম্বে দুজনকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানান ধার্মিক জনমোর্চা। এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি উঠে, যে কোন ধর্মের সম্মানীয় ব্যক্তিত্বদের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। প্রেস মিটে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ গিরি মহারাজ, জামাআতে ইসলামী হিন্দের সাবেক আমীরে হালকা রহমত আলী খাঁন সাহেব, খ্রিস্টান ধর্মগুরু বিশপ অলোক মুখার্জি, শিখ ধর্মগুরু সরল সিং বচন, বৌদ্ধধর্মগুরু ড: অরুণ জোতি ভিক্ষু, কলকাতা খেলাফত কমিটির নাসির আহমেদ সাহেব, ধার্মিক জনমোর্চার আহ্বায়ক সাদাব মাসুম সাহেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.