মানিকতলায় বিবেকানন্দ সোসাইটিতে শ্রুতিনাটক ও বাউল সঙ্গীতের মনোজ্ঞ অনুষ্ঠান
রিমা শিকদার (কলকাতা) : মানিকতলায় বিবেকানন্দ সরণিতে রবিবার (১১ সেপ্টেম্বর) বিবেকানন্দ সোসাইটিতে আয়োজিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান। প্রযোজনায় ছিল “বাচিক তীর্থ”। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামীজী শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে এক ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন। সেই ইতিহাসকে আশ্রিত করে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শ্রুতিনাটক এবং দ্বিতীয় পর্বে ছিল প্রশান্ত দাস বাউলের বাউল সঙ্গীত।
প্রথম পর্বে “বাচিক তীর্থ” নাট্যদলের শ্রুতি নাটকটির নাম “অমৃত আলোকে এসো”। রচনা ও নির্দেশনায় ছিলেন শুভেন্দু পালিত। আবহ সঙ্গীত সম্পাদনায় পূজা তালুকদার। আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে ছিলেন পৌলমী কুইলা। অভিনয়ে ছিলেন — সঞ্জিত কুমার দুবে, প্রশান্ত দাস, রিমা শিকদার, উন্মেষ দাস, শুভেন্দু পালিত, সুনিতা চিত্রকর ও পূজা তালুকদার। পরিবেশনায় “বাচিক তীর্থ”। এক কথায় বলা যায় — শিল্পীদের মন মাতানো অভিনয়, আবহসঙ্গীত এবং পরিচালনা দর্শকদের মন জয় করেছে।
এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রশান্ত দাস বাউলের মন মাতানো বাউল সঙ্গীত। সব মিলিয়ে দর্শকরা এদিন একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করলেন।