শতবর্ষ প্রাচীন মাদ্রাসায়
জাঁকজমকপূর্ণ ক্রীড়া অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঝুনকা হাই মাদ্রাসায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সারগাছি সার্কেলের এস.আই. অমৃতা বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি। মোট ৬০ টি ইভেন্টে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ২৬৫ জন ছাত্রছাত্রী এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষিকাদের জন্যও কয়েকটি ইভেন্ট রাখা হয়েছিল। সারাদিনব্যাপী মাদ্রাসার প্রায় সাড়ে আঠারো ‘শ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী ও এলাকার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে ক্রীড়া অনুষ্ঠান অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ কামারুজ্জামান বলেন, আমাদের ঝুনকা হাই মাদ্রাসার কিছু ছাত্রী খেলাধুলায় খুব এগিয়ে আছে। তারা আন্তরাজ্য ক্রীড়াতেও অংশগ্রহন করার সুযোগ পেয়েছে। তিনি আরো জানান, শতবর্ষের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে এদিন খেলার মাঠে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়। এদিন মাঠে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল।
মাদ্রাসার শিক্ষক মনিরুদ্দিন খান প্রসঙ্গক্রমে জানান, ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই শতবর্ষ প্রাচীন হাই মাদ্রাসা এবার সারা বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ উৎসবও পালন করছে। গতবছর ডিসেম্বর মাসের ২৮ তারিখ “শতবর্ষে শতজনের রক্তদান” অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়েছিল। এবার ২৮ শে জানুয়ারি জেলা সদর বহরমপুর সহ সমগ্র বেলডাঙা ব্লক এলাকার নানা গ্রামে ছাত্রছাত্রীদের বিপুল উদ্দীপণা ও উৎসাহের সঙ্গে বর্ণাঢ্য “ট্যাবলো পরিক্রমা” করে। আগামী ১৫ ও ১৬ ই ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ কলকাতা ও অন্যান্য জেলা থেকে আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি, নাচ, গান, নাটক, জিমনাস্টিকস, ম্যাজিক শো, গম্ভীরা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে মঞ্চে হাজির থাকবে। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিষ্ঠানের শততম ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে স্মরনীয় হয়ে থাকবে।