শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার্থে ‘জমিয়ত সদ্ভাবনা সংসদ’ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে

Spread the love

 

শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার্থে ‘জমিয়ত সদ্ভাবনা সংসদ’ অনুষ্ঠিত হলো জেলা পরিষদের অডিটোরিয়াম হলে

জাকির সেখ ,বহরমপুর:-     শান্তি সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার্থে ‘জমিয়ত সদ্ভাবনা সংসদ’ অনুষ্ঠিত হলো জেলা পরিষদের অডিটোরিয়াম হলে। বুধবার মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই ও জৈন ধর্মের ধর্মগুরুরা এই অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেছিলেন। আগামীদিনে শান্তি সম্প্রীতি ও গণতন্ত্রকে কিভাবে সমাজে আরো বেশি মজবুত ও শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলুর মঠের স্বামী পরমানন্দ মহারাজ, সারগাছি রামকৃষ্ণ মিশনের সাগর মহারাজ, কেন কলেজের প্রিন্সিপাল সুজাতা বাগচী, পুরোহিত প্রদীপ চক্রবর্তী, ফাদার জয়ৎপাল হাসদা, শিখ ধর্মগুরু সন্তস সিং চাওলা, আদিবাসী নেতা খোকন শর্মা, মাওলানা আবদুল্লাহ ডলটন।
সভার আয়োজন ছিলেন মাওলানা বদরুল আলম, মুফতি রায়হানুল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, আব্দুস সামাদ প্রমুখ।

 

রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে উপস্থিত এই পুরোহিতরা আসল হিন্দু। আর যারা হিন্দুত্বকে বেঁচে খায় সেই আরএসএস নকল হিন্দু। বুধবার বহরমপুর পঞ্চাননতলা জেলা পরিষদের অডিটোরিয়ামে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা আয়োজিত সদ্ভাবনা সংসদে একথা বললেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। এদিনের সভায় তিনি আরও বলেন, আল্লাহ রব্বুল আলামীন সমগ্র জগৎবাসীর স্রষ্টা। তাঁকে বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন। সদ্ভাবনা সংসদের ন্যায় গেট-টুগেদারের আয়োজনের মাধ্যমে তাই নিজেদের মধ্যে সম্প্রীতির বাঁধনকে আরও সুদৃঢ় করতে হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বহরমপুর কেএন কলেজের অধ্যক্ষা তথা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজাতা বাগচী, শিখ ধর্মগুরু সন্তস সিং চাওলা, পুরোহিত সংগঠনের নেতা প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডঃ এ কে আজাদ, বিশিষ্ট আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায়, খৃষ্টান ধর্মগুরু ফাদার জয়ৎপাল হাসদা, ওঁরাও আদিবাসী সমাজের নেতা খোকন শর্মা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হলেন সামসুজ্জোহা বিশ্বাস, শিখ নেতা স্বরণ সিং, মুখতার আলি, স্বামী পরমানন্দ মহারাজ, জমিয়তে আহলে হাদীসের নেতা মাওলানা আবদুল্লাহ ডলটন, মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হান আলি, আব্দুর রাজ্জাক (জৌলুসপুর), মুফতি যুবায়ের, মাইনুল ইসলাম, মাওলানা নিযামুদ্দীন বিশ্বাস প্রমুখ। এদিনের সভায় মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অসংখ্য পুরোহিতসহ হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান বিভিন্ন ধর্মের মানুষ যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.