দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই বিজেপি ছেড়ে এস পি তে

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-দ্বিতীয় ভোটগ্রহণ শেষ , তৃতীয় দফা ভোটের আগে ফের শিবির বদল৷ এবার পদ্ম ছাড়লেন বিজেপি নেতা, চাপলেন সাইকেলে৷
বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ঐ নেতা৷

তৃতীয় দফা ভোট গ্রহণ এর আগে দলকে জোর ধাক্কা দিয়ে মুলায়েম-অখিলেশের দলে যোগ দিলেন রাম চরিত নিশাদ৷ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ৷ এদিন সপা সুপ্রিমো অখিলেশের উপস্থিতিতে নতুন দলে যোগ দেন রাম চরিত৷

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-দ্বিতীয় ভোটগ্রহণ শেষ , তৃতীয় দফা ভোটের আগে ফের শিবির বদল৷ এবার পদ্ম ছাড়লেন বিজেপি নেতা, চাপলেন সাইকেলে৷
বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন ঐ নেতা৷

তৃতীয় দফা ভোট গ্রহণ এর আগে দলকে জোর ধাক্কা দিয়ে মুলায়েম-অখিলেশের দলে যোগ দিলেন রাম চরিত নিশাদ৷ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ৷ এদিন সপা সুপ্রিমো অখিলেশের উপস্থিতিতে নতুন দলে যোগ দেন রাম চরিত৷

বিভিন্ন সূত্রের পাওয়া খবরে জানা যাচ্ছে , বিজেপির প্রতি হতাশ হয়েই দল ছাড়েন তিনি৷ উত্তরপ্রদেশ থেকে বিজেপির বর্তমান সাংসদদের অনেকের নামই টিকিট না পাওয়ায় তালিকা রাখা হয়৷ যার মধ্যেরাম চরিত নিশাদের নামও ছিল৷ দল তাঁকে মছলিশহর লোকসভা কেন্দ্রের টিকিট দিতে নিমরাজি ছিল৷ কারণ দলের একটা অংশের মতে, পারফরমেন্সের বিচারেই তাঁর নাম বাতিলের খাতায় রাখা হয়েছিল৷

এরপর দলীয় নেতৃত্ব মছলিশহর কেন্দ্রের জন্য ভিপি সরোজের নাম ঘোষণা করে৷ দলের টিকিট না মেলায় রাম চরিতের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়৷ সেই কারণে বিজেপির সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নেন৷ যোগ দেন সমাজবাদী পার্টিতে৷ উল্লেখ্য ২০১৪ সালের লোকসভা ভোটের রাম চরিত এই সরোজকে বিপুল মার্জিনে হারান৷ সেই সময় সরোজ ছিলেন বহুজন সমাজ পার্টিতে৷ পরে অবশ্য বিজেপিতে যোগ দেন৷ গত মাসে তিনি বিজেপিতে যোগ দেন৷ এবং মছলিপুর লোকসভা কেন্দ্রের টিকিট ছিনিয়ে নেন৷ ভোট রাজনীতি যে বড় বালাই

বিভিন্ন সূত্রের পাওয়া খবরে জানা যাচ্ছে , বিজেপির প্রতি হতাশ হয়েই দল ছাড়েন তিনি৷ উত্তরপ্রদেশ থেকে বিজেপির বর্তমান সাংসদদের অনেকের নামই টিকিট না পাওয়ায় তালিকা রাখা হয়৷ যার মধ্যেরাম চরিত নিশাদের নামও ছিল৷ দল তাঁকে মছলিশহর লোকসভা কেন্দ্রের টিকিট দিতে নিমরাজি ছিল৷ কারণ দলের একটা অংশের মতে, পারফরমেন্সের বিচারেই তাঁর নাম বাতিলের খাতায় রাখা হয়েছিল৷

এরপর দলীয় নেতৃত্ব মছলিশহর কেন্দ্রের জন্য ভিপি সরোজের নাম ঘোষণা করে৷ দলের টিকিট না মেলায় রাম চরিতের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়৷ সেই কারণে বিজেপির সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নেন৷ যোগ দেন সমাজবাদী পার্টিতে৷ উল্লেখ্য ২০১৪ সালের লোকসভা ভোটের রাম চরিত এই সরোজকে বিপুল মার্জিনে হারান৷ সেই সময় সরোজ ছিলেন বহুজন সমাজ পার্টিতে৷ পরে অবশ্য বিজেপিতে যোগ দেন৷ গত মাসে তিনি বিজেপিতে যোগ দেন৷ এবং মছলিপুর লোকসভা কেন্দ্রের টিকিট ছিনিয়ে নেন৷ ভোট রাজনীতি যে বড় বালাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.