মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশন পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায়দের হাতে ইফতারি দ্রব্য তুলে দিলো
আব্দুল খাবির ,অয়ন বাংলা,ভগবানগোলা:-আজমল ফাউন্ডেশন ও ইশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জমিয়তে উলামায়ে হিন্দের স্বাধারন সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদের ভগবানগোলা দয়ানগর মাদরাসায় 600 ও হরিহরপাড়ায় 255 জন দুস্থ অসহায় মানুষকে পবিত্র রমজান মাসের ইফতারি প্যাকেজে দেওয়া হল। প্রত্যেককে এক বস্তা চাল ,3 কেজি মুসুরির ডাল, 3 কেজি ছোলা, 3 কেজি চিনি 2 লিটার সরিষার তৈল ও 2 কেজি খেজুর দেওয়া হয়।
যাতে সারা রমজান মাস সুস্থ ভাবে সেহরি ইফতার করে পবিত্র রমজানের রোজা রেখে ভালোভাবে এবাদত বান্দেগী করতে পারেন।
ইফতার প্যাকেজ পেয়ে এলাকা বাসী খুবই খুশি হোন। এলাকাবাসী এটাও প্রকাশ করেন যে সত্যি আমরা মুর্শিদাবাদের জমিনে একজন সচ্ছ জনদরদী নির্ভিক মানুষকে পেয়ে খুবই গর্বিত,এলাকাবাসী আজমল ফাউন্ডেশন,ঈশা ফাউন্ডেশন,পশ্চিমবঙ্গ আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক সাহেবের জন্য প্রান খুলে দুআ করেন ও তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
আজকের প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মাওলানা সহিদুল,ইসমাঈল,বিশিষ্ঠ সমাজসেবি মাষ্টার আঃনাজ্জাক, মুফতি ইস্রাঈল, ডাক্তার আকরাম,বাইতুল্লাহ সহকর্মী মাওলানা আব্দুল খাবির সাহেবসহ আরো অনেকে ।
প্রোগ্রাম সমাপ্তির পূর্বে মুফতি মোঃ নাজমুল হক সাহেব মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করতে গিয়ে ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্র যেন অটুট থাকে এবং আগামীকাল ভারতবর্ষের নির্বাচনের যে ফলাফল হবে তাতে যেন একজন সুশাসক নির্বাচিত হন এই প্রার্থনা করেন,বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।