মোদীর গুজরাটে বেহাল দশা, ৬৩টি স্কুলে একজনও পাশ করল না মাধ্যমিক!

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- শিক্ষা ব্যাবস্থা বেহাল দশা গুজরাটে। গুজরাটের সঙ্গে দেশের অন্য কোনও রাজ্যের শিক্ষাব্যবস্থার তুলনাই হয় না। গুজরাটের মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক বোর্ডের তরফে মঙ্গলবার প্রকাশ করা হয় দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। যাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের ৬৩টি এমন স্কুল আছে, যাতে একজন পরীক্ষার্থীও পার করতে পারেনি মাধ্যমিকের গণ্ডি। শুধু তাই নয় গত বারের তুলনায় এবার কমছে পরীক্ষায় পাশের হার। চলতি বছরের মার্চ মাসে হয় গুজরাটের দশম শ্রেণির পরীক্ষা। যাতে মোট পাশের হার ৬৬.৯৭ শতাংশ। যা গতবার ছিল ৬৭.৫ শতাংশ।

বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবার মোট ৮ লক্ষ ২২ হাজার ৮২৩ জন পরীক্ষা দিয়ে ছিল। যার মধ্যে ৫ লক্ষ ৫১ হাজার ২৩ জন মাত্র পাশ করেছে। মাত্র ৩৬৬টি বিদ্যালয় এমন আছে যাদের সকল পরীক্ষার্থী পাশ করেছে। যদিও ছেলেদের তুলনায় মেয়েরা এবার অনেকটাই এগিয়ে গুজরাটে। ৭২.৬৪ শতাংশ মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে মোদী রাজ্যে মাধ্যমিকে।

পাশাপাশি হিন্দি ও গুজরাটি মাধ্যমের স্কুল গুলির তুলনায় ইংরিজি মাধ্যমের স্কুল গুলিত পাশের নিরীখে ভালো ফল করেছে গুজরাটে। মোট ৮৮.১১ শতাংশ ইংরিজি মাধ্যম স্কুলের পরীক্ষার্থীরা পাশ করেছে গুজরাট বোর্ডের পরীক্ষায়। যেখানে হিন্দি মাধ্যেমে ৭২.৬৬ শতাংশ ও গুজরাটি মাধ্যমে সবচেয়ে কম ৬৪.৫৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জেলার নিরীখে যেমন শীর্ষ রয়েছে দক্ষিণ গুজরাটের সুরাট, তেমনই তালিকার শেষে রয়েছে আদিবাসী অধ্যুষিত জেলা ছোটা উদয়পুর পুরেও একই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.