মোদি-মমতার কাছে এবার বেকারদের আবেদনপত্র পাঠাবে সিপিএমের যুবরা
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, কলকাতা: বিজেপি ‘জয় শ্রীরাম’ লেখা কয়েক লক্ষ পোস্টকার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবে। পাল্টা পদক্ষেপ হিসেবে তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষাধিক ‘জয় হিন্দ, জয় বাংলা’ লেখা পোস্টকার্ড পাঠানোর কথা ঘোষণা করেছে। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক শিবিরের এহেন পোস্টকার্ড দ্বৈরথ নিয়ে সরাসরি মাথা ঘামাতে চায়নি সিপিএম। তবে তারা মোদি-মমতা দু’জনকেই কিছুটা অস্বস্তিতে ফেলতে দলের যুব সংগঠন ডিওয়াইএফআই’কে ময়দানে নামিয়েছে। আগামী এক মাস ধরে রাজ্যের নানা প্রান্তে প্রচার চালিয়ে বেকার ছেলেমেয়েদের কাছ থেকে স্বাক্ষরিত চাকরির আবেদনপত্র সংগ্রহ করে সেগুলি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের যুবরা।
সেই সংখ্যাও নয়-নয় করে কয়েক লক্ষ ছাড়াবে বলেই দাবি ডিওয়াইএফআইয়ের।
সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সাংবাদিকদের জানান, বিজেপি-তৃণমূল ‘জয় শ্রীরাম’ বা ‘জয় বাংলা’ নিয়ে মেতে থাকুক। তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে বাংলার এক নম্বর সমস্যা বেকারত্ব। লক্ষ লক্ষ ছেলেমেয়ে কাজের জন্য হা-পিত্যেশ করছে। মোদি-মমতা দু’জনেই কোটি কোটি চাকরি দেওয়ার দাবি করছেন বারবার। এই অবস্থায় বাংলার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের বন্দোবস্ত করুন ওঁরা।
সেই কারণে ওঁদের কাছে লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ের কাজের আবেদনপত্র পৌঁছে দিতে চাইছি আমরা। এই লক্ষ্যে একটি নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে। সেই ফর্মে আবেদনকারীর সম্পূর্ণ বায়োডেটা থাকবে। সরকারি বা বেসরকারি যে কোনও চাকরির ক্ষেত্রে এই আবেদনপত্রকে সরকার কাজে লাগাতে পারবে। আমরা দেখতে চাই, প্রকৃত এবং যোগ্য বেকারদের কর্মসংস্থানের সমস্যা দূর করতে দেশ ও রাজ্যের