তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জমির পাট্টা দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা দুর্নীতি
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, নদীয়া:জমির পাট্টা দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা নিয়েছে তৃণমূল প্রধান, টাকা ফেরৎ চেয়ে ধর্না পঞ্চায়েত সমিতি অফিসের সামনেঃ মুখ্যমন্ত্রীর কাটমানি চেয়ে নিন শ্লোগান শুনেই জনতা পথে নেমে পড়েছেন। কাউন্সিলরদের ছেড়ে পঞ্চয়েত প্রধানের বিরুদ্ধেও কাটমানি ফেরৎ চেয়ে ধর্নায় বসলেন এক ব্যক্তি। ফুলিয়া কলোনীর বাসিন্দা চামারি সাউ আজ সকাল থেকে আড়াই লক্ষ টাকা ফেরৎ চেয়ে হাতে প্রধানের বিরুদ্ধে প্ল্যাকার্ড লিখে বসে পরেন বিডিও অফিসের সামনে। অভিযোগ টাউনশীপ পঞ্চায়েত প্রধান উৎপল বসাকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ ৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে তিন কিস্তিতে আড়াই লাখ টাকা প্রধান নিয়েছে জমির পাট্টা পাইয়ে দেবে বলে। কিন্তু তা সে দেয়নি, উপরন্তু সেই জমি ত্যাগ করতে চাপ দিচ্ছে প্রধান। এই অভিযোগ জানানো হয়। শান্তিপুর থানার ওসিকেও
যদিওবা এই বিষয়ে প্রধান উৎপল বসাক জানান,সব অভিযোগ মিথ্যে,এটা ষড়যন্ত্র। সব সাজানো। তাকে লোকের কাছে ছোট করতেই দলের কেও কেও এটাই ইন্ধন দিচ্ছে বলে তিনি জানান।