অয়ন বাংলা,প্রতিবেদন :- লোকসভায় রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেছেন— বর্ডার রাজ্যগুলিতে এন আর সি হবে। তাতে ভয় পেয়ে আপত্তি জানাচ্ছেন বি জে পি এবং তৃণমূল— এই উভয় দলের নেতারা; কিন্তু ভয় তো দূরের কথা, মহানন্দে আছেন আইনত অনুপ্রবেশকারী দেশান্তরিতরা। কাগজপত্রের সমস্যার কথা ভেবে আদিকাল থেকে ভারতে বসবাসকারী মুসলমানরাও চিন্তিত, অথচ ৫/১০ বছর আগে ভারতে এসে টাকা দিয়ে অর্জিত বেআইনি ভোটার কার্ড-রেশন কার্ড বগলদাবা করে হিন্দু উদ্বাস্তুরা দিব্যি আছেন!
তৃণমূল নেতারা বলছেন এন আর সি করতে দেবেন না। তার কারণ— তাঁরা আইন জানেন, তাই তাঁরা এটাও জানেন যে, এন আর সি হলে গাঁ উজাড় হয়ে যাবে। তাঁরা আশায় আছেন এই ভেবে যে, অসমের ভয়াবহ অবস্থা দেখে বি জে পি পিছিয়ে যেতে পারে, এন আর সি না করতেও পারে।
বি জে পি নেতারাও আইন জানেন, তাই গাঁ উজাড় হওয়ার বিষয়টি তাঁরাও জানেন। সেজন্য বি জে পি নেতারা বলছেন— গাঁ উজাড় হওয়া ঠেকাতে আগে নাগরিক আইন তাঁরা সংশোধন করবেন। কিন্তু সে সব পরের ব্যাপার, কিসে কী হবে তা অনিশ্চিত। কী আইন হবে, তাতে কাজের কাজ কী হবে, তা নিয়ে নানা কথা আছে কিন্তু প্রশ্ন হলো— উদ্বাস্তুরা কার কথায় গুরুত্ব দেবেন? আইন (১৪এ ধারা) ও রাষ্ট্রপতির কথায়, না মুকুল রায়ের মত বি জে পি নেতার কথায়?