পুরোহিতের ন্যায় ইমামদের ভাতা 10 হাজার করার দাবি জানালো কামরুজ্জামান
জয়নাল আবেদিন, অয়ন বাংলা ,কোলকাতা :- পুরোহিতদের ভাতা 10 হাজার হলে ইমামদের আড়াই হাজার কেন ? এই প্রশ্ন তুলল সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান। কামরুজ্জামান সহ 5 জনের এক প্রতিনিধিদল মঙ্গলবার পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে চলতি জুলাই মাস থেকেই ইমামদের দশ হাজার টাকা ভাতার দাবিতে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে মঙ্গলবার কামরুজ্জামান সহ ৫ জনের এক প্রতিনিধিদল পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দেন। এবং চলতি জুলাই মাস থেকেই ইমামদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, মুসলিমদের দান করা ওয়াকফ বোর্ডের টাকায় ইমাম ভাতা দেওয়া হয়। এ রাজ্যে বিপুল সংখ্যক ওয়াকফ সম্পদ উদ্ধার করার কথা দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। কিন্তু হয়নি। তবে ওয়াকফ থেকে ইমাম ভাতা দিয়ে দায় সেরেছে সরকার।
কলকাতা পুরসভার অধীন শ্মশানগুলির অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। দিন প্রতি ৩৯৮ টাকা করে ব্রাহ্মণরা ভাতা পাবেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সেই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা তুলে দেওয়া হয় ২৭ জন ঠাকুরমশায়ের হাতে। প্রত্যেকে পান ৯,৫০০ টাকার চেক।
এবার সেই একই দাবি তুলল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। যদিও এবিষয়ে সরকারি বা পুরসভার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।