রাজ্যে বেকার যুবক যুবতীর কাজের দিশা দেখাচ্ছে জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গে চাকরির ঝাঁপি প্রায় একপ্রকার বন্ধ ফলে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে এবিষয়ে সরকার উদাসিন। প্রতিটা ক্ষেত্রে দীর্ঘদিন সমস্ত চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের ভবিষৎ নিয়ে চিন্তিত। এমনি সন্ধিক্ষনে পশ্চিমবঙ্গ জুড়ে বিষ মুক্ত ফসল ফলাতে ও কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিচ্ছে একটি বায়ো অর্গানিক কৃষি বিষয়ক সমস্যা সমাধানকারী সংস্থা জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড।
জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড সংস্থায় ইচ্ছুক আবেদনকারীর নূন্যতম যোগ্যতা সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। প্রত্যেক আবেদন কারি সংস্থার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। (website: www.janoniagri.com) সংস্থার পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীর বেতন ৬,৫০০ টাকা থেকে ১৫,৯০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। বিস্তারিত জানার জন্য শাখা অফিসে (৯৭৩৪১৭৫৪৭৫, ৮৯২৭২০৭৪৫৬) যোগাযোগ করতে পারেন।