নিউজ ডেস্ক,অয়ন বাংলা :- আজ গোটাদেশ জুড়ে শুরু হয়েছে ভেদাভেদের রাজনীতি । হিন্দু যুবক ছাড়া কারও হাত থেকে খাওয়ার না নেওয়ার আবদার ক্রেতার৷ যদিও ক্রেতার আবদার মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ জেদাজেদির বশে খাবারের অর্ডারই বাতিল করে দিলেন ক্রেতা৷ তবে তাতে কিছুই যায় আসে না অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার৷ খাবারের কোনও জাত হয় না বলেই সাফ জানিয়ে দিল কর্তৃপক্ষ৷ জোম্যাটোর জবাবে উচ্ছ্বসিত নেটিজেনরা৷
অমিত শুক্লা নামে এক ব্যক্তি জোম্যাটোয় খাবার অর্ডার দেন৷ অর্ডার পাওয়ামাত্রই অনলাইন খাবার সরবরাহকারী সংস্থায় কর্মরত এক যুবক খাবার পৌঁছে দেবেন বলে স্থির হয়৷ নিয়মানুযায়ী, সেই মেসেজ পৌঁছে যায় অমিতের বৈধ মোবাইল নম্বরে৷ কিন্তু মেসেজ পাওয়ামাত্রই নিজের মত পরিবর্তন করেন অমিত৷ জানিয়ে দেন এই যুবকের মাধ্যমে পাঠানো খাবার নেবেন না তিনি৷ কিন্তু কেন খাবার নিতে অস্বীকার করলেন অমিত? মেসেজটি পুরো পড়ার পর জোম্যাটো কর্তৃপক্ষ বুঝতে পারে, ওই ডেলিভারি বয় আদতে হিন্দু নন৷ আর সেটাই অমিতের আপত্তির কারণ৷ তাই তিনি খাবার নিতে চান না৷ কোনও হিন্দু যুবক যদি তাঁর বাড়িতে এসে পৌঁছে দেন তবে তিনি খাবার নিতে পারেন বলেও জানান৷ টাকা ফেরত না পাওয়া গেলেও, খাবার নেবেন না বলেই নিজের অবস্থান স্পষ্ট করেন অমিত৷
ক্রেতার দাবি যদিও মানতে নারাজ জোম্যাটো কর্তৃপক্ষ৷ পালটা মেসেজ পাঠিয়ে অমিতকে জানানো হয়, ‘‘খাবারের কোনও ধর্ম হয় না৷ খাবার নিজেই একটি ধর্ম৷’’ যদিও এরপর অমিতের কাছ থেকে প্রত্যুত্তর পাওয়া যায়নি৷