৪ . স্যাটিভাম
ব্যবহার
A. বিভিন্ন ক্যান্সারের রোগী যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি চিকিৎসার উপর আছে বা করেছেন তাদের জন্য মহামূল্যবান এই ওষুধটি । এতে প্রচুর *Thymoquinone* থাকে যেটা *Anticancer* হিসাবে কাজ করে। এটি ক্যান্সার কোষ কে সবরকম বায়োক্যামিক্যাল পদ্ধতিতে এই *Thymoquinone* ধ্বংস করতে পারে । কেমো বা রেডিও চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তা Sativum ব্যবহার করলে অনেকাংশে কমে যায়। দৈনিক ৫-১০ মিলি খালিপেটে খাবেন।
B. শিশু বা বয়স্ক যারাই বিভিন্ন এলার্জি বা শ্বাসকষ্টে বা সর্দিতে ভুগেন তাদের জন্য Sativam অপরিহার্য।
SATIVUM is black seed oil enriched with Thymoquinone.
১৫. ক্যাটস্ ক্ল
ব্যবহার
A. অত্যন্ত শক্তিধর Antiviral .
B. সকল প্রকার লিভারের ইনফ্লামেশনে যেমন-
হেপাটাইটিস বি
হেপাটাইটিস সি
হেপাটাইটিস এ প্রভৃতি
১ টা করে ক্যাপসুল দিনে ২-৩ বার খাবার পর ৬-৯ মাস।
C. অভারি সিষ্ট , *থাইরয়েডের* এ ১ টা করে ক্যাপসুল ২ বার খাবার পর ৬ মাস।
D. কিডনি ফেলিওর , CKD , প্রভৃতিতে ও কার্যকরী যেহেতু সকল কিডনি ফেলিওর
HHV-6 , HHV- 7 ভাইরাস দ্বারা ঘটে ।
E. ভাইরাস ঘটিত সকল প্রকার রোগে ,প্রাকৃতিক এন্টিভাইরাল হিসাবে ( সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত) ব্যবহার করা যায়৷
কারো প্রয়োজনে :9734839693/9749902802
or inbox এ মেসেজ করুন৷