মুর্শিদাবাদ জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ হইতে ভরতপুরে আমান ও একতা সম্মেলন অনুষ্ঠিত হইলো।
নিজস্ব সংবাদদাতা , মুর্শিদাবাদ ,অয়ন বাংলা :-
আজ ১লা সেপ্টেম্বর ২০১৯ রবিবার মুর্শিদাবাদ ভরতপুরে আমান ও একতা সম্মেলনে হাজার হাজার কর্মী উপস্থিত হয়,মুর্শিদাবাদ জামিয়তের সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব বলেন ভারতবর্ষের রাজধানী দিল্লির মাটিতে কারি ওয়ায়েস সাহেবকে হিংস্র প্রাণীর মত যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের কঠোর শাস্তির দাবী জানাই এবং কেন্দ্রীয় সরকারকে একান্ত আবেদন জানান যাতে মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে সারা ভারতবর্ষজুড়ে আইন তৈরি করা হয়।
এনআরসির(NRC) এর ব্যাপারে সমস্ত জনগণকে আপন আপন সমস্ত ডকুমেন্টসে একই নাম একই জন্ম তারিখ ইত্যাদি ঠিক রাখার জন্য অনুরোধ করেন,কাউকে হতাশা ও মন খারাপ না করার জন্য অনুরোধ করেন।
তারপর বলেন আগামী ১০ ই সেপ্টেম্বর ২০১৯ থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে সদস্য সংগ্রহের কাজ শুরু হবে ভরতপুর ইউনিটের সম্পাদক আলহাজ্ব শামসুল হক সাহেব হাজার-হাজার জমিয়ত প্রমিকের সম্মুখে ৫০ হাজার সদস্য সংগ্রহ করার অঙ্গীকার করেন এবং সমস্ত জনগণ তার এই দাবির সমর্থন জানান। এইভাবে বিভিন্ন ইউনিটের মাধ্যমে দুই মাসের মধ্যে মুর্শিদাবাদে জুড়ে প্রায় কুড়ি লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যে পৌঁছনোর জন্য অগ্র ভূমিকা রেখে কাজ করে চলেছে।