বিধানভবনে বিমান সুর্যকান্ত গান্ধীজির সাধশতর্বষ উৎসবের সূচনায় জোর আলোচনা রাজনৈতিক মহলে

Spread the love

গান্ধীর টানে বিধানভবনে –

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা বছর ব্যাপী মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা হলো আজ বিধান ভবনে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পৌরোহিত্যে এই ঐতিহাসিক অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক ড. সুপ্রিয় মুন্সি, উদযাপন কমিটির চেয়ারম্যান প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়, আহ্বায়ক অমিতাভ চক্রবর্তী , শুভঙ্কর সরকার, বিধায়ক কাজী আব্দুর রহিম, পৌরপিতা প্রকাশ উপাধ্যায়, সহ- সভাপতি মোঃ মুখতার, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে যোগদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিধানসভায় বামফ্রন্টের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, সিপিআই এর মঞ্জুকুমার মজুমদার, আরএসপি র প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী, মনোজ ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের নরেন দে সহ অন্যান্য বিশিষ্ট কংগ্রেস ও বামফ্রন্ট নেতৃত্ব।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ‘বাংলায় বাপু’ ( Bapu in Bengal) শীর্ষক চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো আজ। উদ্বোধন করলেন গান্ধীবাদী চিন্তক অধ্যাপক সুপ্রিয় মুন্সি। বহু দুর্লভ ছবিতে সমৃদ্ধ এই চিত্র প্রদর্শনী ২রা অক্টোবর রাত ৮টা অবধি চালু থাকবে।

বহুত্ববাদী ভিত্তিভূমি এই ভারতবর্ষে ‘গান্ধী চর্চা’ আজ যথেষ্ট প্রাসঙ্গিক। জন্মসার্ধশতবর্ষে মহাত্মা গান্ধীকে বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে সারা বছর ব্যাপী প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যের পথকে মানুষের কাছে পৌছে দিতে এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যা জাতির জনক মহাত্মা গান্দীর এই বহুত্ববাদ চেতনার প্রসারে অঙ্গিকার বদ্ধ সমগ্র কংগ্রেস কর্মী তথা নেতৃত্ব।

সাম্প্রদায়িক হানাহানি রুখতে গান্ধীর ভূমিকা চিরস্মরণীয় তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই আজ ভিত্তি নির্মানের এক পথকে প্রসস্থ করা হলো গান্ধী চেতনার প্রসারের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.