অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-
সারদাকাণ্ডে হাই কোর্টে আগাম জামিন পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ মঙ্গলবার তাঁর আগাম জামিন মঞ্জুর করল হাই কোর্ট৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন এই আইপিএস অফিসার৷
হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে সিবিআই-কে। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করতে চাইলে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলেও জানিয়েছে আদালত। আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি বলেছেন, আদালতে পেশ করা তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর মনে হয়নি যে, কলকাতার প্রাক্তন নগরপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। আদালতের এই রায়ে ধাক্কা খেল সিবিআই।
চার দিন সওয়াল-জবাবের পর সোমবার শুনানি শেষ হয় রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের। বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আগাগোড়া সংবাদমাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ ছিল। মামলাকারীর আইনজীবীর আবেদন এবং তাতে সিবিআই সায় দেওয়ায় আদালত শুনানি ‘ইন ক্যামেরা’ করার নির্দেশ দেয়। সোমবার সকাল থেকে সিবিআই তাদের বক্তব্য পেশ করে। তার পরে ফিরতি বক্তব্য পেশ করেন রাজীবের আইনজীবীরা। বেলা একটায় দু’পক্ষের বক্তব্য শেষ হয়। আদালত রায়দান স্থগিত রাখে। মঙ্গলবারই হাইকোর্টে পুজোর ছুটির আগে শেষ কর্মদিবস। ফলে আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে অপেক্ষা করতে হবে সিবিআই-কে। হাইকোর্ট অক্টোবরের শেষ দিনে খুলবে। আবার সুপ্রিম কোর্ট ৪ অক্টোবর বন্ধ হয়ে ১৪ অক্টোবর খুলবে।