প্রবল বর্ষণে জলমগ্ন বুনিয়াদ পুরের বিভিন্ন এলাকা

Spread the love

প্রবল বর্ষণে জলমগ্ন বুনিয়াদ পুরের বিভিন্ন এলাকা

ধ্রুবজ্যোতি মহন্ত ,অয়ন বাংলা,দক্ষিণ দিনাজপুর ;-বুনিয়াদপুর পুরসভা এলাকায় নিকাশিনালার বেহাল দশা , বর্ষাকাল হওয়ায় পুরসভা এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন পুরবাসী।শিবপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ভেঙ্গে বুনিয়াদপুর পুরসভা গঠন হয় ২০১৭ সালে।বুনিয়াদপুর পুরসভার বেশিরভাগ ওয়ার্ডে এখনো তৈরী হয়নি কংক্রিটের ঢালাই ড্রেন। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই পুরসভা এলাকার রাস্তায় জল জমে পরে। নিকাশীনালা না থাকায় এই সমস্যা হয়েছে বলে অভিযোগ পুরবাসী। ২০১৭ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরী হয়েছিল বুনিয়াদপুর পুরসভা এলাকায়। সেই ২০১৭ সালেই বন্যার সময় বুনিয়াদপুর পুরসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়।এলাকার নব নির্বাচিত কাউন্সিলার ও চেয়ারম্যান প্রত্যক্ষ করেছিল পুরসভার বন্যা পরিস্থিতির হালহকিকৎ। তারপরেও দীর্ঘ তিন বছরের বেশি সময় কেটে যাওয়ার পরেও এখনো এলাকার অধিকাংশ ওয়ার্ডেই নেই কোনো নিকাশিনালা। বর্ষাকাল আসতেই আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছে বুনিয়াদপুর পুরবাসী। যদিও বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যানের আজব যুক্তি পুরবাসী ওয়ার্ডে জায়গা না ছাড়ার কারণে ড্রেন করা সম্ভব হয়নি। পুরসভাতে টাকা থাকলেও নিকাশিনালা করতে বাঁধা পেতে হচ্ছে।
বুনিয়াদপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপা সরকার বলেন, বৃষ্টি হওয়ার কারনে আমাদের এলাকার রাস্তাঘাট ,থেকে শুরু করে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে ,পুরসভা সব কিছু জানে ,টাও কোন ব্যাবস্থা নেয় নি । “2017 সালের বন্যার পর থেকেই আমরা কষ্টে আছি । কারণ 2018 সালে সরকারি হাইড্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে । তার উপর এখন রাস্তার ধারে দোকান হওয়ায় হাইড্রেনগুলি বন্ধ হয়ে গেছে । প্রশাসন থেকে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আমাদের ওয়ার্ডেই থাকেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ । কিন্তু তিনি কোনওরকম পদক্ষেপ নেন না ।”
বুনিয়াদপুর পৌরসভার আরও এক বাসিন্দা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য জানান, রাস্তা ও বাড়িতে জল জমছে । এই ওয়ার্ড ভাইস চেয়ারম্যানের নিজের ,কিন্তু জল নিকাশির জন্য কোন ব্যাবস্থা নেয় নি । 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত কুণ্ডু নিজে এসে পরিস্থিতি দেখে যাক । আমরা কি অবস্থায় আছি , এটা কি পুরসভা , 2017 থেকে এই সমস্যা হচ্ছে । এলাকায় জল জমে যাওয়ায় মশা, মাছি সহ সাপের উপদ্রপ হচ্ছে । রাতে জলের জন্য চলাফেরা করতে ভয় লাগছে । ”
বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ জানান বুনিয়াদপুর পুরসভার ৪ এবং ৮ নং ওয়ার্ডের লোকজন জল নিকাশির জন্য কোন জায়গা না দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে , “বুনিয়াদপুরে 512 নম্বর রাজ্য সড়ক হওয়ার কারণে আমরা হাইড্রেন করতে পারছি না । তারপর জলনিকাশির জন্য এলাকার মানুষের সহায়তার প্রয়োজন । যাদের এলাকা দিয়ে আমরা জলটা বের করব তারা যদি অনুমতি না দেয় তাহলে আমরা কিছুই করতে পারব না । তবে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব জল বের করে দেওয়ার ব্যবস্থা করছি । “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.