প্রকৃতিক দুর্যোগের মধ্যেও জীবন্তিতে রক্তদান শিবির
জৈদুল সেখ,অয়ন বাংলা,
জীবন্তি, কান্দী, মুর্শিদাবাদ
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রক্তদান শিবিরের আয়োজন করলো
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন- DYFI
ভারতের ছাত্র ফেডারেশন – SFI
জীবন্তি লোকাল কমিটি
প্রতিবছরের ন্যায় এ বছরও জীবন্তি লোকাল কমিটির উদ্যোগে ২৭তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
উৎসবের মরশুমে রক্তের অভাব দেখা যায় প্রায় সর্বত্র তাই রক্তের চাহিদা মেটাতে জীবন্তি পুলিশ ক্যাম্পের সামনে সকাল দশটা থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কিন্তু শুরুতেই প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও এলাকার মানুষের যথেষ্ট সাড়া পাওয়ায় রক্তদান শিবির সফল হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন Dyfi এর প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা, Sfi জেলা সভাপতি জোসেফ হোসেন।
এছাড়াও দেলদুয়ার হোসেন, সফিউর রহমান সহ একাধিক শিক্ষক বৃন্দ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাপ্পা চন্দ্র, সাহিন সেখ, রক্ষাকর রয়, সিলন সেখ, সুদেব মাড্ডি, সিটন সেখ প্রমুখ্য।