কল্কি ভগবানের আশ্রম থেকে উদ্ধার অবৈধ ৮৮ কেজি সোনা ও নগদ ৫০০ কোটি

Spread the love

কল্কি ভগবানের আশ্রম থেকে উদ্ধার অবৈধ ৮৮ কেজি সোনা ও নগদ ৫০০ কোট

অয়ন বাংলা ডেস্ক: নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি বলে দাবি করেন তিনি। এর পর ৭০ বছর বয়সী বিজয় কুমার ৯০-এর দশক থেকেই কল্কি ভগবান নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিদেশিদের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। যার ফলে অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ছড়ানো আশ্রমে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। তাছারাও ১৬ অক্টোবর থেকে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং বরাদাইহাপালেমের তাঁর মোট ৪০টি বাড়িতে একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করে আয়কর দফতর। অভিযান চালিয়ে উদ্ধার করে হিসাবহীন নগদ ৫০০ কোটি টাকা।

তল্লাশি অভিযানে আরও উদ্ধার হয়েছে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। এছাড়াও পাওয়া গিয়েছে ৮৮ কেজি সোনার গয়না যার মূল্য প্রায় ২৬ কোটি টাকা, ৫ কোটি টাকা মূল্যের ১২৭১ ক্যারেট হিরে।

আয়কর দফতর একটি বিবৃতিতে জানিয়েছেন, ’১৬ অক্টোবর ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-র অধীনে তল্লাশি অভিযান চালিয়েছিল।বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ট্রাস্ট ও সংস্থাগুলি সারা বছর নানা রকমের ওয়েলনেস কোর্স এবং দর্শন ও আধ্যাত্মিকতার কোর্স চালাত।এই সবের জন্যে সুব্যবস্থা ছিল বিলাসবহুল বাড়িতে। এই সব কোর্সে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিরা যোগ দিতেন। ফলে বড় অঙ্কের বিদেশি মুদ্রায় লেনদেনও চলত। এই সব টাকার কোনও রসিদও দেওয়া হত না এবং বেআইনি ভাবে তা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর জমি ব্যবসায় লাগানো হত।’

সৌজন্য:- টি ডি এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.