ডেস্ক, বারাসত:আজ বারাসতে গণডেপুটেসন ,মতুয়া ও সংখ্যালঘু রা একযোগে , এনআরসি নিয়ে এবার পথে নামলেন মতুয়া সম্প্রদায়ের লোকজন। নেতৃত্ব দিলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। মঙ্গলবার বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে তাঁরা একটি স্মারকলিপি জমা দেন এনআরসি নিয়ে। এদিন প্রায় কয়েক হাজার লোক নিয়ে মমতাবালা ঠাকুর মিছিল করে বারাসত স্টেশন থেকে ডিএম অফিসে আসেন। এই মিছিলে শামিল হয় অদিবাসী ও বাম মনোভাবাপন্ন বেশ কিছু সংগঠন।
মমতাবালা ঠাকুরের অভিযোগ, যেভাবে মানুষকে এনআরসি’র নাম দেখিয়ে ভয় দেখানো হচ্ছে সেটা ঠিক নয়। অনেকেরই আধার কার্ড, ভোটার কার্ড নেই। এদিন মিছিলে একটাই স্লোগান ছিল, ‘মোদি হঠাও দেশ বাঁচাও’। এইদিনের বিক্ষোভ শামিল হয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও। সেখানে তারা জানান, রাজ্যে এনআরসি বাতিলের দাবি তারাও জানাচ্ছেন। হিন্দু ও সংখ্যালঘুরা এক হয়ে লড়ছে এনআরসি বাতিলের জন্য।
রাজ্যে এনআরসি হলে সংখ্যালঘুদের থেকে বেশি সমস্যা হবে হিন্দুদের। ওপার বাংলা থেকে আসা হিন্দুরা বেশি বিপদে পড়বেন। আর সংখ্যালঘুরা তো এ রাজ্য ভূমিপুত্র। অসমে যে ভাবে বহু মানুষ এনারসি তালিকাছুট হয়েছে, তাতে আতঙ্কিত এই রাজ্যের মানুষ। এদিন দুই সম্প্রদায়ের মানুষ মিলিত ভাবে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়ে এনারসি বাতিলের আবেদন জানিয়েছেন।