অবরোধ ,ভাঙচুর আগুন লাগিয়ে গোটা বাংলা আজ NRC ও CAB-এর বিরোধিতায় অশান্ত

Spread the love

ওয়েব ডেস্ক ,বহরমপুর:- গোটা বাংলা অশান্ত ,বেলডাঙা হাওড়ার উলুবেড়িয়া সহ বাংলার বিভিন্ এলাকান্ত চুড়ান্ত জ্বলছে । মিছিল NRC ও CAB-এর বিরোধিতা রাজ্য জুড়ে, অবরোধ, মিছিল বীরভূমে লোকসভা ও রাজ্যসভা, দুই সভাতেই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ, রাষ্ট্রপতি সইও করে দিয়েছেন। আর এই সংশোধনী বিল পাশ হওয়ার আগে ও পরে বিক্ষোভ জ্বলছে অসম, ত্রিপুরার মতো রাজ্য। আর এবার সেই বিক্ষোভের ছায়া বীরভূমে। বৃহস্পতিবার সকাল থেকে এনআরসি ও ক্যাবের বিরোধিতায় বীরভূমের মুরারইয়ে হয় মিছিল, রেল অবরোধ থেকে শুরু করে পথ অবরোধ। শুক্রবারও একই ঘটনা। একদিকে নলহাটিতে পথ অবরোধ হয়, অন্যদিকে মিছিল হয় মহম্মদবাজারের সোঁতসাল এলাকায়, দুবরাজপুরের সাহাপুর ও ময়ূরেশ্বরে।

মহম্মদবাজারের সোঁতসাল এলাকার আলিনগর জুম্মা মসজিদ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল আজ দুপুরে বের হয়। মিছিলে ছিলেন প্রায় হাজার পাঁচেক মানুষ। সেই মিছিলটি বেশকিছু এলাকা ঘুরে যাওয়ার আবার ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভকারীদের মূল বক্তব্য, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল লাগু করেছেন। যা সংবিধান ও ভারত বিরোধী। এই বিল প্রত্যাহার না করলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।’

দুবরাজপুর ব্লকের সাহাপুরেও একইভাবে বের হয় একটি বিক্ষোভ মিছিল। যে মিছিল থেকে এই বিলের বিরোধিতা করার পাশাপাশি রাস্তার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিলের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়। আন্দোলনের অন্যতম মুখ খিলাফত হোসেন খান দাবি করেন, ‘বাঙালিদের ওপর, পশ্চিমবঙ্গের ওপর আক্রমণ নেমে আসছে। আজ আমাদের প্রতিবাদ এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে।’ বিক্ষোভকারীদের এই পথ অবরোধ ও মিছিল ঘিরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে প্রত্যেক এলাকায় থানার পক্ষ থেকে বিশাল পুলিশ মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.