*শিক্ষা প্রতিষ্ঠানে নৃশংস হামলার প্রতিবাদে পথে নামলেন মাদ্রাসা পড়ুয়ারা*
নিজস্ব সংবাদাতা,বহরমপুর:- জেএনইউ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি গুন্ডা বাহিনীর আক্রমণ ,জামিয়া মিলিয়া ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর নৃশংস বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল ।দেশের বিভিন্ন প্রান্তে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে চলছে প্রতিবাদ প্রদর্শন ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার পড়ুয়াদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় ।উক্ত পদযাত্রায় হাজারেও অধিক ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিরাও অংশগ্রহণ করেন ।শিক্ষা প্রতিষ্ঠানে নৃশংস হামলার নিন্দার পাশাপাশি CAA ,এনআরসি ও এনপিআর বাতিলের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড লক্ষ্য করা যায় ।
উক্ত মিছিলটি শান্তিপূর্ণভাবে ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে ভাবতা গ্রাম পরিক্রমা করে ।