দিল্লির সহিংসতায় আক্রান্তদের ক্ষতিপূরণ ,উস্কানিদাতা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে এসডিপিআই এর সাংবাদিক সম্মেলন

Spread the love

নিউজ ডেস্ক :- দিল্লির সহিংসতায় আক্রান্তদের ক্ষতিপূরণ ,উস্কানিদাতা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানিয়ে এসডিপিআই এর সাংবাদিক সম্মেলন

দিল্লি সহিংসতায় একেরপর এক মৃতের সংখ্যা বেড়েই চলছে ।এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৪০ ছাড়িয়েছে ।মুসলিম প্রবন এলাকা গুলিতে ক্ষয়ক্ষতি ব্যাপক হারে লক্ষ করা যাচ্ছে ।বিভিন্ন ভিডিও ফুটেজে উগ্র হিন্দুত্ববাদীদের তান্ডবের সঙ্গে পুলিশের নীরবতা লক্ষ করা যাচ্ছে ।এই সহিংসতা রুখতে বিজেপি সরকার সম্পূর্ণ রূপে ব্যার্থ হয়েছে ও গৃহ মন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানানো হয়েছে বিরোধীদের পক্ষ থেকে ।সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকে দমাতে পূর্ব পরিকল্পিত ভাবে দাঙ্গা বাধিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ও বিজেপি এমনটাই অভিযোগ বিরোধীদের ।এই গণহত্যায় উস্কানি দাতা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর ,কপিল মিস্রার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা না নেওয়ায় ক্ষোভ উগরে দেন এসডিপিআই এর পক্ষ থেকে ।পূর্ব পরিকল্পিত এই হামলায় উগ্র হিন্দুত্ববাদী ও বিজেপি নেতাদের গ্রেফতারের দাবিতে দেশজুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রদর্শন করতে দেখা জায়গায় এসডিপিআই এর নেতাকর্মীদের ।
এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজি সাহেব জিটিবি হসপিটালে আক্রান্তদের সঙ্গে দেখা করেন ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সরকারের কাছে বেশ কিছু দাবি জানান ।এসডিপিআই এর পক্ষ থেকে উক্ত সহিংসতায় মৃত পরিবারদের পিছু এক কোটি টাকা ক্ষতিপূরণ ও আহত পরিবার পিছু পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান ।এই সহিংসতায় উস্কানিদাতা দাঙ্গাকারী বিজেপি নেতা কপিল মিস্রা ,অনুরাগ ঠাকুর ,পরশ ভার্মা সহ অন্যান্য দের গ্রেফতার করে জেলে পাঠানোর আর্জি জানান ।উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানো হয় এসডিপিআই পক্ষ থেকে ।
এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এম.কে ফাইজি , সহ সভাপতি শারফুদ্দিন আহম্মেদ ,সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফি ,সম্পাদক ডক্টর তাসলিম রাহমানী প্রমুখ ।
এই গণহত্যা উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত দেশের রাজধানীর মতো জায়গায় এই রকম ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অবিলম্বে এই সহিংসতায় উস্কানি দাতা বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি জানান পপুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক আনিস আহম্মেদ ।পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল আহতদের হসপিটালে দেখতে যান ও নিহত পরিবারদের সঙ্গে দেখা করেন ।যেকোন সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন । অন্যদিকে ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ প্রদর্শন করতে লক্ষ্য করা যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.