নিজস্ব সংবাদদাতা,দঃ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আট টি গ্ৰাম পঞ্চায়েত সকাল থেকে বিভিন্ন এলাকায় টোহলদারি ও বেশ মুলত কয়েকটি জায়গা লাঠিচার্জ করা হয়ে ।
এবং সাধারণ মানুষকে বাড়ির ভিতরে যেতে বলেন কুশমন্ডি থানার পুলিশ । এদিন কুশমন্ডি শহর মহিপাল মার্কেট দেহাবন্ধ বিভিন্ন এলাকায় পুরা নজর দারি চালাচ্ছেন কুশমন্ডি থানার পুলিশ এদিন সকাল থেকে লোকডাউন কুশমন্ডি অন্য রকম চেহার নিয়েছে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা সেলিম জাবেদ জানান করনো ভাইরাস সংক্রমণ আতঙ্ক সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যে স্টেপ নিবে সেই স্টেপ কে আমরা ধন্যবাদ জানাই। এদিন করনো না ভাইরাস আতঙ্গে সবাই কে সাবাইকে নিজের বাড়ি মধ্য আবদ্ধ থাকতে বলা হয়েছে ২১ দিন রাজ্য সরকার পুলিশ প্রশাসন দৃষ্টি ভঙ্গিতে সচেতন করছেন এই নিরেপেক্ষ কে সমর্থন করছি বলে জানান স্থানীয় বাসিন্দা সেলিম জাবেদ। আজ বিভিন্ন এলাকায় চা দোকান খোলা ও সাধারণ মানুষের গেদারিং কুশমন্ডি পুলিশ প্রশাসন তৎপরতা এলাকায় শুনশান হয়ে যায় সচেতনতা কে কুশমন্ডিবাসি সাধারণ মানুষ ধন্যবাদ জানান এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই লোকডাউন উদ্যোগ কে।।