ওয়েব ডেস্ক:- গোটা দেশে চলছে লকডাউন ,চারিদিকে শুনশান ,এমতবস্থায় মসজিদে জামাত সহ নামাজ পড়া কি ঠিক হবে এই চলছে আলোচনা।আগেই বন্ধ হয়েছে মক্কা মদিনার জামাত বদ্ধ নামাজ।
করােনা ভাইরাস নিয়ে সচেতনতায় এবার এগিয়ে এল দেশের অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। এক লিখিত বিবৃতিতে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসিম নমানি মুসলিমদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, তারা যেন করােনা ভাইরাস সচেতনতায় সরকারের স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে মেনে চলেন এবং সংক্রমণ প্রতিরােধে স্বাস্থ্য দফতরের যাবতীয় প্রয়াসে মুসলিমরা যেন সর্বদাই সহযােগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আরো বলেন, করােনা ভাইরাস থেকে দেশ ও নাগরিকদের বাঁচাতে সরকার সারাদেশে লকডাউন ঘােষণা করেছে। এবিষয়ে সরকারকে সবরকম সহযােগিতা করা মুসলিমদের কর্তব্য। করােনা ভাইরাস সচেতনতায় শুধু নিজেদেরকে সতর্ক থাকলেই চলবে না, অন্যদেরকেও সতর্ক করতে হবে। করােনার মতাে মহামারি রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদের ইমাম ও জিম্বাদারদের উচিত এমন কোনও একটি পন্থা বের করা যাতে সরকারি নির্দেশও মানা হয়, আবার মসজিদে নামাযও কায়েম থাকে। মাওলানা নুমানি দেশের মসজিদগুলােতে জুম্মা ও ওয়াক্তিয়া নামাযে মুসল্লিরা জমায়েত হয়ে জামাতে নামায পড়ার পরিবর্তে বাড়িতে নামায পড়ার আহ্বান জানান। মসজিদে নিয়মিত আযান দেওয়া বজায় রেখে শুধুমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পরিচালকবৃন্দ ও মসজিদের কর্মীদের মাত্র সামান্য কিছু জনকে নিয়ে মসজিদে নামায আদায় করারও আহ্বান জানান হয়। পাশাপাশি বাকি মুসল্লিদের নিজ নিজ বাড়ি ও আবাস স্থলে পরিজনদের নিয়ে নামায আদায় করারও আহ্বান জানান দেওবন্দের মুহতামিম মাওলানা নুমানি।