করোনা আতঙ্কে আবহে মানবীকতার নজীর কান্দীর জীবন্তি
জৈদুল সেখ, অয়ন বাংলা:-
কান্দী, মুর্শিদাবাদ
# করোনা আতঙ্ক #লকডাউন
করোনার আতঙ্ক এই আবহের মধ্যে মানবীকতা দেখাল কান্দীর জীবন্তি বাসিন্দা সিরাজ সেখ, সাংবাদিক জৈদুল সেখ, এবং পুলিশ প্রশাসন
গতকাল কাল সন্ধ্যায় রাজেশ বাগদি নামে এক টুকটুক চালক কান্দি থেকে বহরমপুরের এক বাসিন্দা কে জীবনের ঝুঁকি নিয়ে বহরমপুর রাখতে এসেছিল কিন্তু ভাড়া না দিয়ে তালে ঠুকিয়ে পালিয়ে যায়।
টুকটুক চালক রাজেশের বাড়ি বড়ুয়ায়, সে বহরমপুরের যাত্রীর কাছে ভাড়া না পেয়ে বাড়ি ফেরার পথে অনেক বাঁধা আসে, রাত্রে বেলায় কোনো কোনো পুলিশ সহযোগিতা করে রাজেশ কে বাড়ি যেতে সহযোগিতা করে কেউ বা দুটো খাবারের রুটিও কিনে দেয় আবার কোনো পুলিশ নির্মম ভাবে বকা দিয়ে চাবি কেড়ে নেয়,
পরিশেষে জীবন্তির লক্ষীনারায়ণ গ্রামে রাস্তার ধারে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় কিন্তু করোনার আতঙ্কে কেউ ধারে কাছেও যায়নি, তবে সিরাজ নামে এক ব্যক্তি মানবীকতার খাতিরে টুকটুক চালক অসুস্থ রাজেশের পাশে দাড়ান এবং চিকিৎসার ব্যবস্থা করেন কিন্তু ভয় যেন কিছুতেই কাটছে না শেষ মেশ সকাল সকাল বেলায় সিরাজ আমার সঙ্গে যোগাযোগ করে আমি পরে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পৌছানোর ব্যবস্থা করি,
গ্রামের লোক টুকটক চালক রাজেশ বাগদী কে পেয়ে খুশি পরিবারের মধ্যে।