মোঃ ইনজামুল অয়ন বাংলা, বীরভূম:-রক্ত দান জীবন দান ,রক্তদান মহৎ দান । তাই বীর ভূম জেলার রামপুর হাটে জামাআতে ইসলামি হিন্দের বীরভূম জেলার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা সংক্রমণ ও লক ডাউনের ফলে বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দিয়েছে। ফলে মুমূর্ষ রোগীরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজকে জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে রামপুরহাট শহরে জামাআতের জেলা অফিসে এই রক্তদান শিবির করা হয়। আজকের এই রক্তদান শিবিরে মোট ২৫ জন রক্তদান করেন।
এই বিষয়ে সকলে সহযোগিতা করেন এবং লকডাইনের নিয়ম মেনেই এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।