মদ্যপানের আসরে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছবি পোস্ট করে বিতর্কে বাবুল
পরিমল কর্মকার, কলকাতা : মদ্যপানের আসরে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি শনিবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। করোনা পরিস্থিতি নিয়ে এমনিতেই রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছে। তার উপর এমনই একটি বিতর্কিত ছবি পোস্ট করায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যের দুই যুযুধান দলের মধ্যে। বিতর্কে জড়িয়েছেন বাবুল সুপ্রিয়।
উল্লেখ্য, ৯ মে শনিবার সকালে বাবুলের পোস্ট করা ওই ছবিটি ভাইরাল হয়ে যায়। এর দরুন রাজ্যের মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বাবুল সুপ্রিয় বলেন, “কারোর ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে নোংরামি করার মতো মানসিকতা বা রুচি আমার নেই। আমি বলতে চেয়েছি, শাসক দলের সঙ্গে মুখ্যসচিবের গোপন আঁতাত যে কতটা তা এই ছবিতেই স্পষ্ট।”
অন্যদিকে এই ঘটনায় রাজ্যের তৃনমূল কর্মীরা ক্ষেপে যান। তারা তোপ দাগেন বাবুল সুপ্রিয় সহ বিজেপিকে। প্রত্যুত্তরে রাজ্য বিজেপি’র পক্ষ থেকেও তৃণমূলকে কটাক্ষ করে তীব্র আক্রমণ করা হয়। বলা হয়, ছবিটি কি ভূয়া ? এব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রী কিংবা তার ভাইয়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, শনিবার সকালে ছবিটি পোস্ট করা হলেও ছবিটি সম্ভবত: ২০১৩ সালের তোলা। দলত্যাগী প্রাক্তন তৃনমূলের কোনও নেতার কাছ থেকেই ছবিটি সম্ভবত: বাবুলের হাতে গিয়েছে।
তৃনমূল কর্মীদের অভিযোগ, এই ধরনের একটি ছবিকে সোস্যাল মিডিয়ায ছড়িয়ে দিয়ে তৃণমূলকে হেয় করার চক্রান্ত করছে বিজেপি। অন্যদিকে বিজেপি’র পক্ষ থেকে বলা হচ্ছে ছবিটি ভুয়া হলে সেটা প্রমাণ করুক তৃনমূল। এই ছবিটিকে কেন্দ্র করে তৃনমূল ও বিজেপি দলের মধ্যে চলছে চাপানউতোর। এনিয়ে সরগরম এখন রাজ্য রাজনীতি।