মন্ত্রী সুজিত বসুর কোভিড পজিটিভ
*BREAKING* *NEWS*
পরিমল কর্মকার (কলকাতা) ; রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা’য় আক্রান্ত হয়েছেন বলে বিশেষ সূত্রের খবর। গতকাল রাতেই তার লালারস পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে। : দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড পজিটিভ পাওয়া গেল। তবে সুজিত বাবুর শরীরে উপসর্গ না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী করোনা আক্রান্ত হলেন। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন, শাসকদলও।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে দমকল মন্ত্রীর বাড়ির পরিচারিকার চার দিন আগে কোভিড ধরা পড়েছে,তাকে রাজারহাটের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এরপরই সুজিতবাবুর পরিবারের পাঁচ জনের কোভিড টেস্ট হয়। তাঁর,তাঁর স্ত্রী, দুই ছেলে মেয়ে এবং আরও এক জন পরিচারিকার। ছেলে, মেয়ে বাদ দিয়ে বাকি তিন জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। মন্ত্রীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এমনটা জানা গেছে।