ওয়েবডেস্ক:- চলছে লকডাউন .বাড়ছে করোনার প্রকোপ ।দেখা নেই বিজেপির সাংসদের ।এরই মাঝে অনেক সাংসদের নামে পড়েছে নিঁখোজের পোষ্টার। সামনেই মধ্যপ্রদেশের একাধিক জায়গায় উপনির্বাচন। যার জেরেই বিজেপিকে বিপাকে ফেলে একাধিক নেতৃত্বের নামে পড়েছিল নিখোঁজ পোস্টার। তালিকায় ছিলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। সেই প্রশ্নের নজরে পড়ার পরই সামনে এলেন সাধ্বী। বুঝিয়ে দিলেন তিনি নিখোঁজ হননি। সঙ্গে এটাও জানালেন তার দৃষ্টি শক্তি ক্রমশ হারিয়ে ফেলছেন তিনি।
এদিন এক ভিডিও বার্তায় হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানে দেখা যায়, প্রজ্ঞার বা চোখে ব্যান্ডেজ বাঁধা । তিনি বলেন, গত মাস থেকেই তাঁর বাঁ-চোখের অবস্থার ভালো নয়। একদমই কিছু দেখতে পাচ্ছেন না। ডান চোখের দৃষ্টিও ঝাপসা। বিজেপি নেত্রীর কথায়, ‘২৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে।’ ডান দিকের মস্তিষ্ক থেকে রেটিনা পর্যন্ত ফোলা রয়েছে। তাই আর বেশি কথা বলার মতো অবস্থায় তিনি নেই। পাশাপাশি নিখোঁজ পোস্টার প্রসঙ্গেও সুর চড়িয়ে তিনি বলেন, যারা শুধুমাত্র রাজনীতিতে বিশ্বাসী আমি তাদের গুরুত্ব দেই না। ভোপাল বাসীর জন্য আমরা জনপ্রতিনিধিরা অনবরত কাজ করে চলেছি। পাশাপাশি কংগ্রেসকে একহাত নিয়েও তিনি বলেন, আমি কাজে বিশ্বাসী তবে অসুস্থ হতেই পারি। আর এই অসুস্থতাও কংগ্রেসের দান।
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে মধ্যপ্রদেশে সাধ্বী প্রজ্ঞার নির্বাচনী ক্ষেত্রে ব্যাপক পরিমাণে পোস্টার সাঁটানো হয় কংগ্রেসের তরফে। যেখানে লেখা ছিল সাধ্বী প্রজ্ঞা নিখোঁজ। সেই পোস্ট আর নজরে পড়ার পরই নিজের সংসদীয় ক্ষেত্রের মানুষকে অভয় দিয়ে ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন সাধ্বী প্রজ্ঞা। দাবি করলেন তিনি অসুস্থ।
এই নিয়ে জোর জল্পনা চলছিল । নিজে এসেই অসুস্থর খবর দিলেন ।
সৌজন্য:- mahanagar desk news