দিলদার আলী. দঃ দিনাজপুর:- দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে টিচার্স কোোঅপারেটিভ সেচ্ছায় রক্ত দান শিবির আয়োজন করলেন পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। এদিন ১১ টা নাগাদ ফিতা কেটে সেচ্ছায় রক্ত দান শিবিরেের শুভ উদ্বোধন করেন কুশমুন্ডির বিধান সভার কনভেনার সুনির্মল জ্যোতি বিশ্বাস এছাড়াও এদিন উপস্তিত ছিলেন দঃদিনাজপুর জেলা তৃণমূল কার্যকারী সভাপতি গোপেন সরকার , বিশিষ্ট সমাজ সেবী কেশব যোশি কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, তৃনমূল শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ ঘোষ সহ আরো অনেকেই ।।
এদিন স্বেচ্ছায় রক্ত দাতা রক্ত দান করেন ২০ জন শিক্ষক বলে জানালেন কুশমন্ডি বিধান সভা কনভেনার সুনির্মল জ্যাোতি বিশ্বাস তিনি বলেন করোনা মহামারি দঃদিনাজপুর জেলা রক্ত সংকট দেখা দিয়ে ব্লাড ব্যাংকে তাই অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান জীবন দান বলে জানান। তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ ঘোষ জানান রক্তদান জীবন দান জেলায় লকডাউনের জন্য রক্ত সংকট দেখা দেয় কুশমন্ডি প্রাথমিক শিক্ষকদের উদ্যাগে আজ কুশমন্ডি টিচার্স কোপাঅপারেটিভ রক্ত দান শিবির আয়জোন করা হয়েছে। এই প্রসঙ্গে এক রক্ত দাতা চৈতালী রায় জানান আজ রক্ত দান করে খুব ভালো লাগছে রক্ত দান জীবন দান আসহায় সাধারন মানুষের প্রান বাচবে। প্রতিটি রক্ত দাতাদের একটি চারা গাছ ও সার্টিফিকেট প্রদান করা হয় এদিন।।