জমি জালিয়াতির শিকার উপরন্তু অসুস্থ বাবার চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে ছেলে আত্মঘাতী বেহালার ধর্মরাজতলায়
পরিমল কর্মকার (কলকাতা) : নিজের বাবার জমি জালিয়াতির শিকার, উপরন্তু অসুস্থ বাবার চিকিৎসার টাকা যোগাড় করতে না পেরে ছেলে নিজেই আত্মঘাতী হলেন বেহালার ধর্মরাজতলায়। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায় পরুই দাস পাড়া রোডে।
প্রসঙ্গত: রবিবার রাতে বেহালার পরুই দাস রোডে তাদের নিজেদের বাড়িতে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মনোজ দাস নামে মধ্যবয়সী এক ব্যক্তি। সোমবার সকালে তার পরিবারের লোকেরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পর্ণশ্রী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, মনোজ দাস নামে ওই ব্যক্তি পাড়ায় বুড়ো নামেই পরিচিত ছিল। পেশায় তিনি মুরগীর মাংস বিক্রেতা। বাড়িতে স্ত্রী ও একটি সন্তান রয়েছে তার। দীর্ঘদিন ধরে টানা লকডাউন চলায় তার তার ব্যবসাও তেমন চলছিল না। উপরন্তু ঘরে তার বৃদ্ধ বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। চিকিৎসার টাকা পয়াসাও জোগাড় করতে পারছিল না মৃন্ময়।
বাড়ির কাছেই তার বাবার একটি জমি রয়েছে। ভেবেছিল ওই জমিতে প্রমোটিং কিংবা বিক্রি করে বাবার চিকিৎসা করাবে সেইসঙ্গে সংসারের হালও ফিরবে। কিছুদিন আগে খোঁজখবর করতেই তিনি জানতে পারেন ওই জমিটা আত্মসাৎ করে রেখেছে তার কাকা। এনিয়ে আরও ভেঙ্গে পড়েন তিনি। আইন আদালত করার মতো টাকা পয়সাও তার হাতে ছিলনা।
স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, বাবার জমিটা জালিয়াতি হয়ে যাওয়ায় নানা দুশ্চিন্তা গ্রাস করেছিল তাকে। পাড়ার লোককে ডেকে ডেকে মাঝে মধ্যেই এই ঘটনার কথাও বলতেন তিনি। টাকা পয়সার অভাবে মানসিক অবসাদে ভুগছিল মৃন্ময়। তারই পরিণতিতে এই আত্মহত্যা বলেই তাদের ধারণা। এব্যাপারে পুলিশকে প্রশ্ন করা হলে তারা জানিয়েছে, এবিষয়ে তদন্ত চলছে।