নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- জল্পনার অবসান আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে ফের প্রার্থী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কৃষকদের দুর্দশা ও আত্মহত্যার প্রতিবাদে কৃষক আন্দোলনের নেতা তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুর ১১১ জন কৃষক প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানিয়েছেন রাজ্যের কৃষকনেতা পি আওয়াকান্নু। মোদীর কেন্দ্রে ১১১ জন কৃষক প্রার্থী দাঁড় করিয়ে বিজেপিকে বার্তা দিতে চান তামিলনাড়ুর কৃষকরা।
গোটা দেশের কৃষকদের যে দুরাবস্থা সে বিষয়ে বার্তা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত কিন্তু কী সেই বার্তা? ‘কৃষিজ পণ্যের লাভজনক মূল্য’-সহ কৃষকদের বিভিন্ন দাবি বিজেপির নির্বাচনী ইস্তাহারে অন্তর্ভুক্ত করার দাবিতে তামিলনাড়ুর ১১১ জন কৃষক মোদীর কেন্দ্রে লড়াইয়ের বিষয়ে মনোস্থির করেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভারস ইন্টার-লিংকিং ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওয়াকান্নু। এর কারণ হিসেবে তাঁর ব্যখ্যা,” বিজেপি এখন দেশের শাসক দল এবং মোদী এখনও প্রধানমন্ত্রী। ফলে তামিলানড়ুর কৃষক সমাজের সমস্যার প্রতি সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রে ১১১ জন প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দাবি পূরণ হলে প্রার্থী প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে তামিলনাড়ুর এই কৃষক নেতা।” দেশের কৃষকদর এই মধ্যে ও সাধারণ থেকে বুদ্ধিজীবি সকলের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।