দিল্লীতে আর টি আই নিয়ে লেখা এক বই প্রকাশ করলেন অরবিন্দ কেজরীওয়াল

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- দিল্লীতে উদ্বোধন হল বর্তমানের সময়ের পরিস্থিতি ও দেশের আর টি আই তথ্য নিয়ে লেখা একটি বই আজ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল উদ্বোধন করলেন শ্রী সঞ্জয় বসু, নীরজ কুমার ও শশী সেখর এর লেখা একটি বিস্ফোরক বই “ওয়াদাফারমোসি”! বইটির বিষয়বস্তু কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন বিভাগে গত দেড় বছর ধরে করা দেড়শতাধিক RTI-এর মাধ্যমে বিজেপি সরকারের কার্যকালে হওয়া বিভিন্ন দুস্কর্মের পর্দা ফাস করা। বইটির অন্যতম লেখক শ্রী সঞ্জয় বসুর মতে “অপদার্থ ও অকর্মণ্য এক সরকারের ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের হিসেব পাবেন “#WadaFaramoshi” বইটিতে। আজ পর্যন্ত ভারতে এত ব্যাপক বিষয়ে RTI এর মাধ্যমে খোলাসা কেউ করার সাহস দেখায় নি। প্রসঙ্গত শ্রী সঞ্জয় বসু দিল্লি থেকে আম আদমি পার্টি, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ।
প্রকাশ থাকে যে সত্যকে কোন দিন লুকিয়ে রাখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.