২১শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ; সামনেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, তারই প্রস্তুতি মিছিল হয়ে গেলো বহরমপুরে। প্রায় দুপুর দুটোতে হাঁটতে শুরু করে টেক্সটাইল মোড় থেক দশ কিলোমিটার রাস্তা হেঁটে যায় সমস্ত ছাত্র ছাত্রীরা। মিছিলে পাঁচ হাজার তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা পা মেলায়।
অন্য দিকে বহরমপুর পৌরসভাতে ডেপুটেশন কর্মসূচী পালিত হচ্ছিল ভাজপার সমর্থনে, যখন তৃণমূল ছাত্র পরিষদের মিছিল বহরমপুর রবীন্দ্রসদন পেরিয়ে লালদিঘির রাস্তায় প্রবেশ করে, ঠিক তখনই ভাজপা সমর্থকরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শ্লোগান তুলে এবং ছাত্র নেতাদের উদ্দেশ্য গালাগালি করতে থাকে ডেপুটেশন মঞ্চ থেকেই। কিছু ক্ষণ এগিয়ে যেতেই তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে ঢিল ছুঁড়ে বিজেপির দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পরিস্থিতি বেসামাল হয়ে যায়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণ কে রুখে দিতে অগ্রসর হন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.কে.এম মিজানুর রহমান, কার্যকারি সভাপতি আসিফ আহমেদ প্রমুখ বিশিষ্ট নেতৃত্ব। কয়েক মিনিট পর পরিস্থিতি সামাল দিয়ে উক্ত নেতারা মিছিল কে বৃষ্টি তে ভিজতে ভিজতে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের দিকে এগিয়ে নিয়ে যায়। সর্বোপরি মুর্শিদাবাদ জেলা তৃণমূল ভবনে সমস্ত ছাত্র নেতারা মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।