খেলতে-খেলতেই রেল দুর্ঘটনা থেকে ক্যানিং লোকালকে বাঁচাল এক শিশু!
ওয়েব ডেস্ক :- পূর্ব রেলের বিদ্যাধরপুর স্টেশন-সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা এক শিশু দীপ নস্কর। খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে পড়েছিল দীপ। তখনই সে দেখে রেললাইন ভাঙা। দেখে তার শিশু মনেও সন্দেহ জাগে– সে বোঝে নিশ্চয়ই কোথাও একটা গোলমাল আছে। ফলে এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মাকে ডেকে আনে দীপ। ততক্ষণে শোনা গিয়েছে ট্রেনের আওয়াজ। একটুও সময় নষ্ট না করে একটি লাল কাপড় জোগাড় করে মা-ছেলে সটান দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর।
দ্রুত খবর দেওয়া হয় পূর্ব রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়র। শুরু হয় রেল লাইন মেরামতের কাজ। প্রায় ৪০/৪৫ মিনিট ধরে কাজ চলে। তারপর ফের শুরু হয় ট্রেন চলাচল।