এ যে মানবতার বাংলা ঈদের নামাজ শেষ করে হিন্দু ভাইয়ের সৎকারে ছুটলেন সাদ্দাম মিঠুন ফুলু সেখরা

Spread the love

নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা,নদীয়া:- মানবতার এক অনন্য নজির এই বাংলায় ,ঈদের নামাজ শেষ করেই হিন্দু প্রতিবেশীর শেষ যাত্রায় ছুটলেন সাদ্দাম ,মিঠুন ফুলু শেখরা । বেথুয়াডহরির বুধবার হাটতলা এলাকার বাসিন্দা পেশায় ফটো বাইন্ডিংয়ের কর্মী পরিমল ঘোষ (৫৮) শ্বাসকষ্টজনিত কারণে মঙ্গলবার রাতে শক্তিনগর হাসপাতালে মারা যান। বুধবার সকালে পরিমল ঘোষের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেই খবর পেয়ে ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীরা ছাড়াও পেশায় ভ্যানচালক সার্থক শেখ, সাদ্দাম শেখ, মিঠুন শেখ ও ফুলু শেখরা ইদের নমাজ সেরে তাঁর বাড়িতে গিয়েছিলেন পরিমল ঘোষকে শেষশ্রদ্ধা জানাতে। স্থানীয় ব্যবসায়ী শিবাজী মোদক জানিয়েছেন, ‘সাদ্দাম-সহ অন্যান্যরা পরিমলবাবুকে শ্রদ্ধা জানিয়ে বাড়ি চলে গেলেও সার্থক আমাদের সঙ্গে শ্মশানযাত্রায় শামিল হতে চায়। যদিও আমরা সবাই মিলে তাঁকে বুঝিয়েছিলাম, ইদের দিনে পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাও। কিন্তু সার্থক রাজি হয়নি। তার কাছে ইদের আনন্দের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছিল পরিমলবাবুর সৎকারে যোগ দেওয়াটা।’

কষ্টের সংসারেও এই দিনটিতে একটু হাসিতে খুশিতে কাটাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ইদের নমাজ পড়ে বাড়িতে এসেই সার্থক তার স্ত্রীকে জানিয়ে দেন।

নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির মধ্যপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম সার্থক শেখ। বয়স ৩০ বছর। পেশায় ভ্যানচালক। তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী পুতুল বিবি ও চার বছরের সন্তান আবির। খুশির ইদে সার্থক তাঁর স্ত্রী এবং সন্তানের জন্য কিনে দিয়েছেন নতুন পোশাক। বাবার সঙ্গে ইদের দিনে আনন্দ করার হয়তো ইচ্ছে ছিল ছোট্ট আবিরের। স্বামী ও সন্তান নিয়ে আনন্দমুখর দিন কাটানোর ইচ্ছে নিয়ে এই একটি দিনের জন্য সারাটা বছর অপেক্ষা করেছিলেন পুতুল বিবিও। কষ্টের সংসারেও এই দিনটিতে একটু হাসিতে খুশিতে কাটাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ইদের নমাজ পড়ে বাড়িতে এসেই সার্থক তার স্ত্রীকে জানিয়ে দেন, তিনি পরিমলবাবুর মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে যাবেন। ছোট্ট আবিরকে কোলে নিয়ে আদর সেরে সার্থক শেখ এরপর রওনা দেন নবদ্বীপ মহাশ্মশানের দিকে। মানবতার ধর্ম পালনের জন্য।
এ যে মানবতার বাংলা ,ভালবাসার বাংলা এখানে নেই ভেদাভেদের বিষ রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.