রবীন্দ্রনাথ বিশ্বাস,বহরমপুর:- শনিবার সকাল আট টার সময় এক গৃহবধু গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করল নিজের বাপের বাড়িতে। নাম – মাসুদা খাতুন, বয়স 20, ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার কুলবেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে এক বছর আগে একই গ্রামে ভাষা সেখ নামে একটি ছেলের সাথে বিয়ে হয়। দীর্ঘদিন শশুরবাড়িতে অত্যাচার সয্যকরতে না পেরে দিনকয়েক আগে বাপের বাড়িতে এসে আশ্রয় নেয়। তাতেও শেষ রক্ষা হলনা একটি জীবন ; আজ সকালে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন। এই ঘটনায় রেজিনগর থানার পুলিশ খবর পেয়ে এসে বডিটাকে উদ্ধার করে বেলডাঙ্গা হসপিটিলে পাঠায় ডাক্তার দেখে সেখানেই মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গফতার হয়নি। তবে ছেলের বাড়ির লোকজন সব পলাতক। তবে পুরোবিষয়টা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ