মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিশাল একটি ঐতিহাসিক সাহিত্য সভা

Spread the love

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিশাল একটি ঐতিহাসিক সাহিত্য সভা

মহঃ মুস্তফা শেখঃ- অয়ন বাংলা ,জঙ্গীপুু:- জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের পরিচালনায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে ২৪জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশাল ঐতিহাসিক সাহিত্য উৎসব। অতিথি বরণ প্রদীপ প্রজ্জলন, উদ্বোধনী সংগীত, স্বাগত ভাষণ এবং অতিথিবৃন্দের বক্তব্য, সাহিত্য ও শিল্পকলায় নুর স্মৃতি সম্মাননা প্রদান এবং সভাপতির ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়।এই মনোজ্ঞ সভায় সভাপতিত্ব করেন মহঃ সোহরাব হোসেন মহাশয় । বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক, কবি সৈয়দ খালেদ নোমান মহাশয়, কুনাল কান্তি দে মহাশয়, বিশিষ্ট প্রতিবাদী প্রবীণ লেখক কাজী আমিনুল ইসলাম মহাশয়, অধ্যাপক মফিকুল ইসলাম মহাশয়, মাননীয় ফুরকান আলী মহাশয় ,সাহাজাদ হোসেন, ন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কয়েকজন, মিশন ন্যায় এনজিওর প্রতিনিধি প্রমূখ। এই মনোজ্ঞ সাহিত্য উৎসবে প্রায় একশ কুড়িজন কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিককে সম্মাননা পত্র সহ স্মারক প্রদান করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন বেশ কয়েকজন কবি- যথাক্রমে স্বরূপ মন্ডল, দেবব্রত সরকার, মহঃ ইমরান হোসেন, অচিন্ত সরকার,
সাবের আলী, এস এম নিজাম উদ্দিন, ষড়ানন মন্ডল, বৈশাখী দাস , সাহিন হোসেন, জিৎ পাত্র, মরজেম হোসেন, হামীম হোসেন মন্ডল, ওহিদুর রহমান, মহঃ গফুর সেখ, ওয়াসিম আকরাম, নাসের ওয়াদেন, ইউসুফ আলী, হরিপদ রায়, নুরুল হাসান, সুবর্ণা বর্মন, নিতাই মালাকার, সৃজিতা সিনহা, পুলক দাস, রিংকু পাল, সাহানাজ হোসেন, পিয়ালী বণিক, বৈশাখী রায় চৌধুরী, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ, ষষ্ঠী কুমার দাস, মিফতাউল মোল্লা, আবদুস সালাম , মোফাক হোসেন , শিবু ঘোষ, রাহুল দাস, মহঃ ইসমাইল, মহঃ কিবতি হাসান,
লক্ষণ দাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গোলাম কাদের ও অমরজিৎ মন্ডল। এই মনোজ্ঞ অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন যথাক্রমে – সোমনাথ কর, সংগ্রাম সিনহা, গুলজার হোসেন, ডক্টর সংঘমিত্রা গোস্বামী, মহঃ আনুয়ার হোসেন,
তনুশ্রী গোস্বামী ও অভিজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.